Digital Computer কত প্রকার?

A 2

B 3

C 4

D 5

Solution

Correct Answer: Option C

- ডিজিটাল কম্পিউটারকে আকার, আকৃতি এবং প্রক্রিয়াকরণের ক্ষমতার উপর ভিত্তি করে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়।
- এই চারটি ভাগ হলো: সুপার কম্পিউটার (Super Computer), মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer), মিনি কম্পিউটার (Mini Computer) এবং মাইক্রো কম্পিউটার (Micro Computer)।
- মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা পিসি (PC) নামেও অভিহিত করা হয়।
- এই শ্রেণিবিভাগ মূলত কম্পিউটারের কার্যক্ষমতা, গতি এবং ব্যবহারকারীর সংখ্যার উপর নির্ভর করে তৈরি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions