Solution
Correct Answer: Option C
- ডিজিটাল কম্পিউটারকে আকার, আকৃতি এবং প্রক্রিয়াকরণের ক্ষমতার উপর ভিত্তি করে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়।
- এই চারটি ভাগ হলো: সুপার কম্পিউটার (Super Computer), মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer), মিনি কম্পিউটার (Mini Computer) এবং মাইক্রো কম্পিউটার (Micro Computer)।
- মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা পিসি (PC) নামেও অভিহিত করা হয়।
- এই শ্রেণিবিভাগ মূলত কম্পিউটারের কার্যক্ষমতা, গতি এবং ব্যবহারকারীর সংখ্যার উপর নির্ভর করে তৈরি।