কম্পিউটার প্রোগামে একই নির্দেশনা বার বার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে—
Solution
Correct Answer: Option B
Looping হল প্রোগ্রামিংয়ের একটি মৌলিক ধারণা যা একই কোড বা নির্দেশনা বারবার সম্পাদন করার জন্য ব্যবহৃত হয়। এটি প্রোগ্রামারদের কোড পুনরাবৃত্তি এড়াতে এবং কোড লেখার সময় বাঁচাতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যদি আপনাকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে হয়, তাহলে একই print স্টেটমেন্ট 100 বার লেখার পরিবর্তে একটি লুপ ব্যবহার করে সহজেই এটি করা যায়। প্রোগ্রামিংয়ে for loop, while loop, do-while loop ইত্যাদি বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করা হয়। লুপিং ছাড়া জটিল প্রোগ্রামিং কাজ করা প্রায় অসম্ভব।