"Asimov’s Three Laws of Robotics"–এর প্রথম আইন কী?

A রোবট কোনো মানুষের ক্ষতি করতে পারবে না

B রোবট নিজের অস্তিত্ব বজায় রাখবে

C রোবট মানুষের আদেশ মেনে চলবে

D রোবট কোনো যন্ত্রাংশ তৈরি করবে না

Solution

Correct Answer: Option A

- Asimov’s Three Laws of Robotics হল তিনটি আইন যা বিখ্যাত বিজ্ঞান কথাসাহিত্যিক আইজ্যাক আসিমভ 1942 সালে প্রস্তাব করেন। এই আইনগুলো রোবটের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়, যাতে তারা মানুষের জন্য ক্ষতিকর না হয়।

প্রথম আইন : "A robot may not injure a human being or, through inaction, allow a human being to come to harm."
বাংলায় অর্থ: "রোবট কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না, অথবা নিষ্ক্রিয় থেকে কোনো মানুষের ক্ষতির কারণ হতে পারবে না।"

এই আইন মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। রোবট যদি কোনো আদেশ পায় যা মানুষের ক্ষতি করতে পারে, তাহলে রোবট সেই আদেশ মানবে না।

বাকি দুটি আইন হচ্ছে—
- দ্বিতীয় আইন: রোবট অবশ্যই মানুষের আদেশ মেনে চলবে, যদি না সেই আদেশ প্রথম আইন লঙ্ঘন করে।
- তৃতীয় আইন: রোবট অবশ্যই নিজের অস্তিত্ব রক্ষা করবে, যদি না সেটা প্রথম বা দ্বিতীয় আইন লঙ্ঘন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions