সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে 'অ্যালগরিদম বায়াস' বলতে কী বোঝায়?
A হ্যাকারদের থেকে নিরাপত্তা দেওয়া
B জনপ্রিয় পোস্টগুলোকে অগ্রাধিকার দেওয়া
C ব্যবহারকারীর ডেটা চুরি করা
D স্প্যাম পোস্ট সরানো
Solution
Correct Answer: Option B
- 'অ্যালগরিদম বায়াস' (Algorithm Bias) বলতে বোঝায় যখন কোনো সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা হয়, যাতে কিছু নির্দিষ্ট ধরণের কনটেন্ট বা ব্যবহারকারীকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি ব্যবহারকারীর পছন্দ, মতামত বা আচরণকে প্রভাবিত করতে পারে।
উদাহরণ:
- ফেসবুক বা ইউটিউবের অ্যালগরিদম যদি বারবার শুধুমাত্র এক ধরনের রাজনৈতিক কনটেন্ট দেখায়, তাহলে সেটিকে অ্যালগরিদম বায়াস বলা যায়।
- জনপ্রিয় বা ভাইরাল হয়ে যাওয়া পোস্টগুলোকে বেশি মানুষের ফিডে দেখানো, অন্য কম জনপ্রিয় অথচ মূল্যবান পোস্টগুলোকে আড়ালে রাখা — এটাই বায়াস।