কিউ ডস (Q DOS) অপারেটিং সিস্টেমটির অন্যতম নির্মাতা কে ছিলেন?
Solution
Correct Answer: Option B
- টিম প্যাটার্সন ১৯৮০ সালে সিয়াটেল কম্পিউটার প্রোডাক্টস (SCP) এ কাজ করার সময় QDOS (Quick and Dirty Operating System) তৈরি করেন।
- এটি ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরের জন্য ডিজাইন করা হয়েছিল।
- পরবর্তীতে, এই অপারেটিং সিস্টেমটির নাম পরিবর্তন করে ৮৬-ডস (86-DOS) রাখা হয়।
- মাইক্রোসফট পরে এই ৮৬-ডস কিনে নেয় এবং এর নাম পরিবর্তন করে এমএস-ডস (MS-DOS) রাখে, যা আইবিএম পিসির জন্য ব্যবহৃত হয় এবং পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।