বাংলাদেশে কোন সংস্থায় প্রথমবারের মতো কম্পিউটার ব্যবহার শুরু করা হয়?
A বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র
B বাংলাদেশ ব্যাংক
C বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
D বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
Solution
Correct Answer: Option A
✔ বাংলাদেশে প্রথম ১৯৬৪ সালে কম্পিউটার স্থাপিত হয় ঢাকায় অবস্থিত তৎকালিন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে।
✔ বর্তমানে এর নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
✔ প্রথম স্থাপিত কম্পিউটারটি ছিল IBM কোম্পানির ১৬২০ সিরিজের মেইনফ্রেম কম্পিউটার যা ছিল দ্বিতীয় প্রজন্মের।