লজিক গেইট এর প্রকারভেদ
লজিক গেইট দুই প্রকার। যথাঃ
১) মৌলিক গেইট
২) যৌগিক গেইট
মৌলিক গেইট আবার ৩ প্রকার। যথাঃ
ক) অ্যান্ড গেইট (AND Gate)
খ) অর গেইট (OR Gate)
গ) নট গেইট (NOT Gate)
যৌগিক গেইট আবার ৪ প্রকার। যথাঃ
ক) ন্যান্ড গেইট (NAND Gate)
খ) নর গেইট (NOR Gate)
গ) এক্স-অর গেইট (X-OR Gate)
ঘ) এক্স-নর গেইট (X-NOR Gate)।