Solution
Correct Answer: Option A
প্রিন্টার সাধারণত দুই প্রকার-
১।ইম্প্যাক্ট প্রিন্টার- ইমপ্যাক্ট প্রিন্টারে হেডটি আউটপুট প্রকাশের জন্য কাগজকে স্পর্শ করে এবং চাপ প্রয়োগ করে ফলে ঘর্ষনের জন্য শব্দ সৃষ্টি হয়।এই প্রিন্টারের উন্নত ধরনের গ্রাফিক্স যুক্ত ছবি,টেক্সট বা তথ্য সুন্দর ভাবে প্রিন্ট করা সম্ভব নয়। সাধারণত তিন ধরনের ইমপ্যাক্ট প্রিন্টার দেখা যায়।সেগুলি হলো-ডট ম্যাট্রিক্স,লাইন ও ডেইজি হুইজি প্রিন্টার।
২।নন ইমপ্যাক্ট প্রিন্টার-যে প্রিন্টারে কাগজের ওপরে কোনো লেখা বা ছবির প্রিন্ট নেওয়ার সময় প্রিন্টারের হেডটি কাগজ কে স্পর্শ করে না, তাকে নন ইমপ্যাক্ট প্রিন্টার বলে। এই ধরনের প্রিন্টারে শব্দের সৃষ্টি হয় না এবং প্রিন্টিং কোয়ালিটি উন্নতমানের অর্থাৎ লেখা বা ছবির প্রিন্ট আউটপুট পরিস্কার আসে।