জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

A সমাজ

B পানি

C মিছিল

D নদী

Solution

Correct Answer: Option D

- যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
- যেমন: মানুষ, গরু, ছাগল, পাখি, ফুল, ফল, গাছ, নদী, সাগর, পর্বত, ইংরেজ ইত্যাদি।
- ‘সমাজ’ ও ‘মিছিল' সমষ্টিবাচক বিশেষ্য;
- ‘পানি' বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions