কোন বাগধারাটির অর্থ 'চাতুরী করা'?

A লেজে খেলা

B শেষ রক্ষা

C আঁখি মুদা

D ছকড়া নকড়া

Solution

Correct Answer: Option A

- 'লেজে খেলা' বাগধারার অর্থ - 'চাতুরী করা' / চালাকি করে বশীভূত করা।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ - অত্যন্ত প্রিয়জন।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions