Solution
Correct Answer: Option C
- Mac OS একটি অ্যাপল কোম্পানির তৈরি ম্যাকিনটোশ কম্পিউটার পরিচালনাকারী অপারেটিং সিস্টেম। এজন্য সংক্ষেপে একে ম্যাক ওএস বলা হয়। এটি কেবল অ্যাপল কম্পিউটারে ব্যবহার করা যায়, চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ায় এর ব্যবহার খুব সহজ এবং ম্যাক ওএস এ গ্রাফিক্স ওর রঙের ব্যবহার অত্যন্ত চমৎকার।
- কতিপয় অপারেটিং সিস্টেম এর উদাহরণ হলোঃ MS DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android, PC DOS, Linux, Unix, Sunsolaries, XENIX, AIX, Symbian ইত্যাদি।