What was the aircraft model involved in the Air India Flight AI 171 crash?
Solution
Correct Answer: Option C
- Air India Flight AI 171, একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ১২ জুন ২০২৫ তারিখে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।
- বিমানটি টেক-অফের ৩০ সেকেন্ডের মধ্যেই উচ্চতা হারিয়ে আহমেদাবাদ সিভিল হাসপাতাল ক্যাম্পাসের আবাসিক ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
- এতে বিমানের ২৪২ জনের মধ্যে ২৪১ জন (২৩০ যাত্রী ও ১২ ক্রু) নিহত হন, কেবলমাত্র একজন ব্রিটিশ নাগরিক অলৌকিকভাবে বেঁচে যান। দুর্ঘটনায় মাটিতে থাকা আরও ২০ জনের বেশি মানুষের মৃত্যু ও বহু আহত হয়।