Solution
Correct Answer: Option C
- কম্পিউটারের ভাষায় অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত বা অর্থহীন তথ্যকে গিবারিস (Gibberish) বলা হয়।
- এই শব্দটি সাধারণত এমন ডেটা বা আউটপুট বোঝাতে ব্যবহৃত হয় যার কোনো নির্দিষ্ট অর্থ বা ব্যবহার উপযোগিতা নেই।
- গারবেজ (Garbage) শব্দটিও অনেক সময় কম্পিউটারে ভুল বা অপ্রয়োজনীয় ইনপুটের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- কম্পিউটিংয়ের ভাষায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে— ‘Garbage In, Garbage Out’ (GIGO), অর্থাৎ ভুল তথ্য দিলে কম্পিউটার ভুল ফলাফল দেবে।
- অন্যদিকে, প্রোগ্রামে কোনো ত্রুটি থাকলে তাকে বাগ (Bug) এবং সেই ত্রুটি সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগ (Debug) বলা হয়।