Solution
Correct Answer: Option C
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলে, যা একমাত্র কম্পিউটার সরাসরি বুঝতে পারে।
- মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ ০ এবং ১ ব্যবহার করে।
- প্রতিটি নির্দেশের জন্য অসংখ্য ০ এবং ১ এর সঠিক বিন্যাস মনে রাখা এবং ব্যবহার করা মানুষের জন্য অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ।
- এই ভাষায় প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য হলেও এর নির্বাহ বা এক্সিকিউশন সবচেয়ে দ্রুত হয়, কারণ এতে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে সাধারণত অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়।