Solution
Correct Answer: Option C
-ASCII এর পূর্ণ রুপ American Standard Code for Information Interchange।
-এটি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড যা মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটারসহ অনেক মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়।
-অ্যাসকি কোড ৭টি বিট নিয়ে গঠিত।
-কাজেই সর্বমোট ১২৮টি বর্ণ প্রকাশ করা সম্ভব।
-কম্পিউটারে (বা অন্যকোন যন্ত্রে) এক একটি বর্ণ সংরক্ষণ করা হয় ০ থেকে ১২৭(দশমিক) পর্যন্ত সংখ্যা হিসেবে ।
-যেমন A অক্ষরটির অ্যাসকি কোড 1000001।
-তবে একেবারে বামে একটি প্যারিটি বিট (Parity Bit) যোগ করে অ্যাসকিকে ৮ বিট (ASCII-8)-এ রূপান্তর করা হয়।