ন্যানো প্রযুক্তির জনক কে?

A richard feynmen

B Margaret Oakley Dayhaff

C Stephen Winiux

D Jonh Von Newman

Solution

Correct Answer: Option A

-পারমানবিক ও আনবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরী করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলে।

-রিচার্ড ফাইনম্যান-কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগকে বলা হয় ১ ন্যানো মিটার।

-ন্যানো টেকনোলজির প্রয়োগঃ
 1.মহাকাশের নানান যন্ত্রপাতি
2.জ্বালানি তৈরীতে
3.ঔষধ ও কসমেটিকস তৈরীতে
4.কম্পিউটার হার্ডওয়ার তৈরী
5.ন্যানো রোবট তৈরী
6.বস্ত্র শিল্প
7.ইলেকট্রনিক্স যন্ত্রপাতি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions