একটিমাত্র ইনপুট এবং একটি আউটপুট থাকে যে লজিক গেইটের--
Solution
Correct Answer: Option C
- লজিক গেটগুলোর মধ্যে NOT গেট-ই একমাত্র গেট যাতে মাত্র ১টি ইনপুট থাকে এবং এটি সেই ইনপুটকে উল্টে দিয়ে ১টি আউটপুট প্রদান করে।
-অন্য সকল গেটে (যেমন: OR, AND, NAND, NOR) ন্যূনতম ২টি ইনপুট থাকা আবশ্যক।