Solution
Correct Answer: Option C
- Aids, Bye Bye এবং I love you হলো পরিচিত কিছু কম্পিউটার ভাইরাসের নাম।
- I love you ভাইরাসটি ২০০০ সালে বিশ্বব্যাপী কোটি কোটি কম্পিউটারে সংক্রমিত হয়ে বিশাল ক্ষতিসাধন করেছিল।
- Aids বা AIDS Information Trojan ১৯৮৯ সালে মুক্তি পাওয়া একটি র্যানসমওয়্যার গোত্রের ভাইরাস।
- অন্যদিকে, Little Angle নামে কোনো পরিচিত বা উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার নেই।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে Little Angle সঠিক উত্তর, কারণ এটি কোনো কম্পিউটার ভাইরাস নয়।