UNICODE কয়টি অক্ষরে সর্বোচ্চ প্রকাশিত করতে পারে?
A 65536
B 65635
C 65365
D 65356
Solution
Correct Answer: Option A
ইউনিকোড-এর পূর্ণ অর্থ Universal Code বা সার্বজনীন কোড যা ১৯৯১ সালে উদ্ভাবিত হয়। এটি ১৬ বিট বিশিষ্ট কোড। এর মাধ্যমে ৬৫৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। যার ফলে এর মাধ্যমে বিশ্বের ছোটবড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়।