আলফা নিউমেরিক কোড বলতে কম্পিউটারের কিবোর্ড এর সকল অক্ষর, গাণিতিক চিহ্ন, বিশেষ অর্থবোধক চিহ্ন, 0-9 পর্যন্ত অঙ্কসহ সকল বাটনের অন্তর্গত ডেটাকে বোঝায়। অক্ষর যেমনঃ a - z, A - Z গাণিতিক চিহ্ন যেমনঃ + - × ÷ = ইত্যাদি বিশেষ অর্থবোধক চিহ্ন যেমন- @#$%;/ ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে।
ASCII এর পূর্ণ অর্থ হলো American Standard Code for Information Interchange, এটি বিশেষ ধরণের কোড পদ্ধতি যা অধিকাংশ মাইক্রোকম্পিউটারে বর্ণমালা সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়। ১৯৬৫ সালে Robert William Bemer সাত বিটের ASCII কোড উদ্ভাবন করেন।
অর্থাৎ, উপরের সকল সংখ্যাকে কম্পিউটার ASCII হিসেবে চিনে।