Solution
Correct Answer: Option A
-লজিক গেটগুলোর মধ্যে NOT গেট হলো একমাত্র মৌলিক গেট যার মাত্র ১টি ইনপুট এবং ১টি আউটপুট থাকে।
-একে ইনভার্টার (Inverter) বা উল্টকও বলা হয়, কারণ এটি ইনপুটের মানকে উল্টে দেয় (ইনপুট ০ হলে আউটপুট ১ হয়, আর ১ হলে ০ হয়)।
(দ্রষ্টব্য: AND, OR, NAND, NOR ইত্যাদি গেটে সাধারণত দুই বা ততোধিক ইনপুট থাকে।)