Solution
Correct Answer: Option C
✔কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলে। কম্পিউটার একমাত্র যন্ত্রভাষাই বুঝতে পারে, অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে যন্ত্রভাষায় পরিণত করে নেয়। এই যন্ত্রের ভাষা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যা ০ এবং ১।
✔বাইনারি সংখ্যা পদ্ধতি মনে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করা কঠিন।প্রতিটি বর্ণ এর সংখ্যার বাইনারি মান মনে রাখা এবং ব্যবহার করা খুব কঠিন ও অনেক সময়ের প্রয়োজন।তাই মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন।
✔মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামও বলা হয়।