Solution
Correct Answer: Option C
আলোচিত কম্পিউটার ভাইরাসের নাম চেরনোবিল। CIH, স্পেসফিলার নামেও এটি পরিচিত। CIH শব্দটি এসেছে এই ভাইরাসের প্রগ্রামার চেন ইং-হউয়ের নাম থেকে। তাইওয়ানের নাগরিক চেন অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ (প্রগ্রামিং ভাষা) ব্যবহার করে ভাইরাসটি তৈরি করেন, এরপর অনলাইনে ছড়িয়ে দেন। ১৯৯৯ সালের ২৬ এপ্রিল চেরনোবিল ভাইরাসের কারণে বিভিন্ন দেশের অন্তত পাঁচ লাখ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। ভাইরাসটি কম্পিউটারের বায়োসের মেমোরি মুছে দিতে পারে। আর বায়োস কাজ না করলে কম্পিউটারও প্রায় অচল হয়ে পড়ে। এ ছাড়া কম্পিউটারের হার্ডডিস্কের পার্টিশনও মুছে দিতে পারে। ভাইরাসটির নামকরণ হয় ইউক্রেনের চেরনোবিল শহরের নামে। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুেকন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঠিক এই দিনটিতেই ভাইরাসটি কম্পিউটারে আঘাত হানে