UNICODE কতটি অক্ষর, চিহ্ন বা অংক প্রকাশ করতে পারে?
A 2^10
B 2^ 15
C 2^ 16
D 2^17 টি
Solution
Correct Answer: Option C
-ইউনিকোড (Unicode) মূলত ১৬ বিটের (2 Byte) একটি এনকোডিং স্ট্যান্ডার্ড
- যেহেতু এটি ১৬ বিটের, তাই এর মাধ্যমে মোট ভিন্ন ভিন্ন অক্ষর বা চিহ্ন প্রকাশ করার ক্ষমতা হলো ২-এর ঘাত ১৬।
গানিতিক হিসেবে: 2¹⁶ = ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্ন।