বাইনারী যোগের ক্ষেত্রে ১+১ =?
Solution
Correct Answer: Option D
১. সাধারণ গণিতে: ১ + ১ = ২।
২. বাইনারি পদ্ধতিতে ২ সংখ্যাটিকে লেখা হয় ১০ (এক-শূন্য) হিসেবে।
নিয়ম:
বাইনারি যোগের ক্ষেত্রে:
০ + ০ = ০
০ + ১ = ১
১ + ০ = ১
১ + ১ = ১০ (এখানে যোগফল ০ এবং হাতে থাকে ১).