১৯৬৯ সালে বাংলাদেশের প্রথম কোন প্রতিষ্ঠান IBM-360 মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করেন?
A. বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র
B. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
C. ইউনাইডেট ব্যাংক
D. হাবিব ব্যাংক
Answer: Option B
Solution(By Myexaminer Team)
- বাংলাদেশে প্রথম 1964 সালে কম্পিউটার স্থাপিত হয় ঢাকায় অবস্থিত তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে।- প্রথম স্থাপিত কম্পিউটারটি ছিল IBM কোম্পানির 1620 সিরিজের মেইনফ্রেস কম্পিউটার যা ছিল তৃতীয় প্রজন্মের।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।
- ষাটের দশকের শেষ দিকে হাবিব ব্যাংক IBM-1401 ও ইউনাইটেড ব্যাংক IBM-1901 স্থাপন করে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1969 সালের দিকে IBM-360 মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।
আজ Saturday, December 28, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।
কোর্সের নাম | পরীক্ষার নাম ও সিলেবাস |
---|---|
গণিত ও মানসিক দক্ষতা | পরীক্ষা-১৫ Time and Distance, Boats and Streams. |
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) | পরীক্ষা-১৫১ সাধারণ বিজ্ঞান তড়িৎঃ তড়িৎ প্রবাহ, রোধ, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, তাড়িত চৌম্বক আবেশ। ইলেকট্রনিক্সঃ P টাইপ ও n টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী ডায়োড, অ্যাডাপ্টার, ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার, সমন্বিত বর্তনী। |
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। | পরীক্ষা – ৬৪ সাধারণ জ্ঞান |
৪৭তম বিসিএস প্রস্তুতি (সম্পূর্ণ সিলেবাস- ১২০দিন) | পরীক্ষা- ১০ বাংলাদেশ বিষয়াবলি
টপিক:
বাংলাদেশের ইতিহাসঃ ১৯৪৮ সাল থেকে বর্তমান পর্যন্ত( বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, গণ- অভ্যুত্থান ১৯৬৮-৬৯, অসহযোগ আন্দোলন ১৯৭১, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ,সেক্টর, মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস)। |