বর্তমানে ওয়াই-ফাই নেটওয়ার্কে সবচেয়ে প্রচলিত সিকিউরিটি প্রোটোকল কোনটি?
Solution
Correct Answer: Option C
- বর্তমানে ওয়াই-ফাই নেটওয়ার্কে সবচেয়ে প্রচলিত ও ব্যবহৃত সিকিউরিটি প্রোটোকল হলো WPA2 (Wi-Fi Protected Access 2)।
নিচে এর কারণগুলো তুলে ধরা হলো:
- WPA2 ২০০৪ সালে চালু হয় এবং ২০০৬ সাল থেকে Wi-Fi Alliance-এর সার্টিফিকেশনের জন্য বাধ্যতামূলক করা হয়। ফলে, ২০০৬ সালের পর থেকে বাজারে আসা প্রায় সব ওয়াই-ফাই ডিভাইসেই WPA2 সমর্থিত।
- WPA2 AES (Advanced Encryption Standard) এনক্রিপশন ব্যবহার করে, যা আগের WEP ও WPA-এর তুলনায় অনেক বেশি নিরাপদ।
- WPA3 হচ্ছে সর্বশেষ ও সবচেয়ে নিরাপদ প্রোটোকল, তবে এটি এখনও সব ডিভাইসে সমর্থিত নয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। WPA2 এখনো অধিকাংশ হোম ও অফিস নেটওয়ার্কে ডিফল্ট সিকিউরিটি প্রোটোকল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- WEP ও TKIP পুরনো ও দুর্বল প্রোটোকল, যেগুলো বর্তমানে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় না এবং এগুলো ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।