Solution
Correct Answer: Option A
- ABACUS (A hand operated calculating tool) আড়াআড়ি তারে ছোট গোলক বা পুঁতি লাগানো চারকোণা কাঠের একটি কাঠামো।
- গণিতবিদরা এটিকে পৃথিবীর প্রথম অংক ভিত্তিক গণনাযন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন।
- খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে ব্যাবিলনে এটি আবিষ্কার করা হয়।
- পরবর্তীতে অ্যাবাকাস চীন, জাপান ও প্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
- অ্যাবাকাস দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ ও বর্গমূল নির্ণয় করা যায়।
- এ যন্ত্রটিকে চীনে সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়ায় স্কেসিয়া (Sketia) বলা হয়।