Solution
Correct Answer: Option A
মেশিন ভাষা সবচেয়ে নিম্মস্তরের ভাষা যা কম্পিউটারের মৌলিক ভাষা বলে।
মেশিন ভাষা 0 ও 1. মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে ও অন্য যে কোন ভাষার প্রাগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে।
মেশিন ভাষা একটি লো-লোভেল ভাষা।
C, C++ হল Mid-level ভাষা, java হলো High-lelvel ভাষা।