একটি Dumb টারমিনালে থাকে-
A প্রসেসর ও কী-বোর্ড
B প্রসেসর ও হার্ডডিস্ক
C কী-বোর্ড ও হার্ডডিস্ক
D কী-বোর্ড ও স্ক্রিন
Solution
Correct Answer: Option D
- Dumb Terminal হল সাধারণ আউটপুট/ইনপুট ডিভাইস।
- এটি কোনো স্বাধীন প্রসেসিং ক্ষমতা রাখে না।
- প্রধান বৈশিষ্ট্য হল: ১) কী-বোর্ড দিয়ে ইনপুট; ২) স্ক্রিনে তথ্য প্রদর্শন।
- কোন স্বয়ংক্রিয় প্রসেসিং বা হার্ডডিস্ক থাকে না।