নিচের কোন ডিভাইসটি প্যারালাল পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়?
Solution
Correct Answer: Option B
আগেকার দিনে কিছু স্ক্যানার প্যারালাল পোর্টের (যাকে প্রিন্টার পোর্টও বলা হতো) মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত হতো। এই পোর্টের আটটি ডেটা লাইন থাকায় এটি একবারে আট বিট ডেটা (এক বাইট) পাঠাতে পারতো, যা সিরিয়াল পোর্টের তুলনায় দ্রুত ছিল। যদিও বর্তমানে USB ইন্টারফেসের ব্যাপক প্রচলনের কারণে প্যারালাল পোর্টভিত্তিক স্ক্যানার আর তেমন দেখা যায় না, তবে এই প্রশ্নটি প্যারালাল পোর্টের ঐতিহাসিক ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।