IMO এর পূর্ণরূপ কী?

A International Maritime Organization

B International Monetary Organization

C International Management Organization

D International Marketing Organization

Solution

Correct Answer: Option A

- International Maritime Organization হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি নৌ-চলাচল সংক্রান্ত বিষয়ের উপর দায়িত্বপ্রাপ্ত প্রথম আন্তর্জাতিক সংগঠন।

- এই সংস্থাটি ১৭ মার্চ, ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠিত হয়।

- তবে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৫৯ সালে।

- IMO-এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।

- বর্তমানে এর পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৭৬টি এবং সহযোগী সদস্য সংখ্যা ৩টি।

- এই সংস্থার প্রধান কাজ হলো আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জাহাজ থেকে নির্গত দূষণ প্রতিরোধে সহযোগিতা করা।

- সংস্থাটির পূর্ব নাম ছিল ইন্টার-গভর্নমেন্টাল মেরিটাইম কনসালটেটিভ অর্গানাইজেশন (IMCO), যা ১৯৮২ সালে পরিবর্তন করে IMO রাখা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions