A International Maritime Organization
B International Monetary Organization
C International Management Organization
D International Marketing Organization
Solution
Correct Answer: Option A
- International Maritime Organization হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি নৌ-চলাচল সংক্রান্ত বিষয়ের উপর দায়িত্বপ্রাপ্ত প্রথম আন্তর্জাতিক সংগঠন।
- এই সংস্থাটি ১৭ মার্চ, ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠিত হয়।
- তবে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৫৯ সালে।
- IMO-এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- বর্তমানে এর পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৭৬টি এবং সহযোগী সদস্য সংখ্যা ৩টি।
- এই সংস্থার প্রধান কাজ হলো আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জাহাজ থেকে নির্গত দূষণ প্রতিরোধে সহযোগিতা করা।
- সংস্থাটির পূর্ব নাম ছিল ইন্টার-গভর্নমেন্টাল মেরিটাইম কনসালটেটিভ অর্গানাইজেশন (IMCO), যা ১৯৮২ সালে পরিবর্তন করে IMO রাখা হয়।