নিচের কোনটি উপন্যাস?

A 'খোঁয়ারি'

B 'দুধভাতে উৎপাত'

C 'খোয়াবনামা'

D 'দোজখের ওম'

Solution

Correct Answer: Option C

- 'খোয়াবনামা' বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস।
- এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে।
- আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' (১৯৯৬) উপন্যাসের উপজীব্য কাত্তলাহার বিলের দুধারের চাষী-মাঝিদের জীবনচরিত। ফকির-সন্নাসী বিদ্রোহের সৃতিবিজড়িত শ্লোক আর গাথায় যমুনা তীরে জেলে-মাঝি কৃষকের জীবনকে আশ্রয় করে বেড়ে উঠেছে এ উপন্যাস। উপন্যাসের প্রায় দুই তৃতীয়াংশ পরে ঘটনার প্রেক্ষিতে প্রচণ্ডভাবে আসে ১৯৪৭ সালের দেশবিভাগ।

অন্যদিকে,
- খোঁয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজখের ওম: আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions