As part of its climate diplomacy in 2024, with which country did Bangladesh join to co-chair the Climate Vulnerable Forum (CVF)?

A Maldives

B Ghana

C Kenya

D Philippines

Solution

Correct Answer: Option B

- Climate Vulnerable Forum (CVF) হলো বিশ্বব্যাপী সেই দেশের একটি গোষ্ঠী যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং জলবায়ু ঝুঁকিতে থাকে।
- এটি ২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আগে প্রতিষ্ঠিত হয়।
- CVF জলবায়ু নীতিমালা এবং বৈশ্বিক জলবায়ু কর্মসূচিতে দুর্বল দেশগুলোর স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- বাংলাদেশ এবং ঘানা ২০২৪ সালে একসাথে এই ফোরামের সহসভাপতি (co-chair) হিসেবে দায়িত্ব পালন করছে।
- ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত CVF এর সভাপতি ছিলেন এবং বাংলাদেশ তাদের সঙ্গে যৌথ নেতৃত্ব দিচ্ছে, যা দেশের জলবায়ু কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অবস্থান তৈরিতে সহায়ক।
- ২০২৪ সালের মে মাসে বার্বাডোস প্রধানমন্ত্রীর নেতৃত্বে CVF এর সভাপতি দায়িত্ব হস্তান্তর হবে।

অতএব, ২০২৪ সালে Bangladesh এবং Ghana একত্রে Climate Vulnerable Forum (CVF) এর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions