Which one is the first program of Microsoft?
Solution
Correct Answer: Option D
- Disk Operating System (DOS) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- এটি যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন ১৯৮১ সালে উদ্ভাবন করে।
- MS DOS 16 বিটের অপারেটিং সিস্টেম।
অন্যদিকে,
- MS Windows কম্পিউটারে সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে MS Windows বাজারে ছাড়ে। পরবর্তীতে ১৯৯৫ সালে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে। MS Windows এর কয়েকটি ভার্সন হলো- Windows 98/2000, windows XP/NT/ Vista, Windows 7/8/10.