- বৃত্তের মধ্যে বৃহত্তম জ্যা হলো ব্যাস। - কারণ ব্যাস হলো এমন একটি জ্যা, যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এবং বৃত্তের দুই প্রান্তবিন্দুকে সংযোগ করে। - এর দৈর্ঘ্য বৃত্তের যেকোনো অন্যান্য জ্যা অপেক্ষা বেশি।
- ব্যাসের দৈর্ঘ্য = ২ × ব্যাসার্ধ, যা বৃত্তের ভেতরের সর্বোচ্চ দূরত্ব।
- ত্রিভুজের তিনটি বাহুর সমদ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করে, সেই ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
- পরিকেন্দ্র হলো এমন একটি বিন্দু যা ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে সমান দূরত্বে থাকে। - এই পরিকেন্দ্রই ত্রিভুজের পরিধিবৃত্তের কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে ত্রিভুজটি পরিধিবৃত্তের ভেতরে অঙ্কিত হয়।
এটি ত্রিভুজের প্রকৃতির ওপর ভিত্তি করে ভিন্ন অবস্থানে থাকে: - সূক্ষ্মকোণী ত্রিভুজে পরিকেন্দ্র ভেতরে থাকে। - স্থূলকোণী ত্রিভুজে পরিকেন্দ্র বাইরে থাকে। - সমকোণী ত্রিভুজে এটি হাইপোটেনিউজের মধ্যবিন্দুতে থাকে।
অতএব, তিন বাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু হলো পরিকেন্দ্র।
- 'ইঙ্গিত/পরামর্শ অনুসরণ করা' অর্থে- act এর পরে preposition হিসেবে on/upon বসে। - I acted upon your suggestion- আমি তোমার পরামর্শ অনুযায়ী কাজ করেছিলাম।
- Who যুক্ত continuous tense-এ থাকা Interrogative Sentence-কে Active থেকে Passive করার নিয়ম: Who এর পরিবর্তে By whom+Tense ও person অনুযায়ী auxiliary verb বসে+obj-টি sub+ being + মূল verb এর p.p+ প্রশ্নবোধক চিহ্ন (?)। - বাক্যটির সঠিক Passive form: By whom am I being called?
- 'পাছে কোনো কিছু ঘটে এই জন্য' অর্থে lest ব্যবহৃত হয়। - Lest এর পরে subject থাকলে should + verb এর base form বসে। - Walk carefully lest you should stumble- সাবধানে হাটো পাছে হোঁচট খাবে।
- Imperative sentence যুক্ত active voice-কে passive voice-এ রূপান্তর করার নিয়ম: Let + sub + be + V3 + বাকি অংশ (যদি থাকে)। - সঠিক passive form- Let it be done.
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।