A modem is connected in between a telephone line and a-
Solution
Correct Answer: Option C
মডেম এমন একটি ডিভাইস, যা কম্পিউটার এবং টেলিফোন লাইনের মধ্যে স্থাপন করা হয়। কম্পিউটারের ডেটা ডিজিটাল ফরম্যাটে এবং টেলিফোন লাইনের ডেটা এনালগ ফরম্যাটে অবস্থান করে। মডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে কনভার্ট করে টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহ করতে সাহায্য করে। মডেম Communication adapter (টেলিফোন লাইন, ক্যাবল) এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। কোনো কম্পিউটার থেকে আগত তথ্যকে মডেম ডিজিটাল বিট হতে এনালগ সিগন্যালে রূপান্তর করে। এ কাজটিকে মডুলেশন বলা হয়। আবার এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজটিকে ডিমডুলেশন বলা হয়।