Who was the first governor of Bangladesh Bank?

A A.N. Hamidullah

B Md. Nurul Islam

C Khorshed Alam

D Shegufta Bakht Chowdhury

Solution

Correct Answer: Option A

১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১২৭ নং আদেশ অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত সাবেক ‘স্টেট ব্যাংক অব পাকিস্তান' এর সব দায়-দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ.এন. হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। গভর্নর এর মেয়াদ ৪ বছর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions