কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে?
Solution
Correct Answer: Option C
ইনকজেট প্রিন্টার (Ink-Jet Printer) কাগজের উপর কালি স্প্রে করে ছবি বা টেক্সট তৈরি করে। এই প্রিন্টারগুলোতে ছোট ছোট নজল (nozzles) থাকে যা অত্যন্ত সূক্ষ্মভাবে তরল কালিকে কাগজের উপর ছিটিয়ে দেয়। কালিগুলো দ্রুত শুকিয়ে যায় এবং কাগজের সাথে মিশে যায়, যার ফলে আমরা মুদ্রিত ছবি বা লেখা দেখতে পাই।