Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
কাজের উপর ভিত্তি করে কম্পিউটার পেরিফেরালসমূহকে কতটি শ্রেণিতে বিভক্ত করা যায়?

A ২ ভাগে  

B ৩ ভাগে

C ৪ ভাগে

D ৫ ভাগে

Solution

Correct Answer: Option B

পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।কাজের উপর ভিত্তি করে কম্পিউটার পেরিফেরালসমূহকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:

১। ইনপুট ডিভাইস (Input Device) যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
২। আউটপুট ডিভাইস (Output Device) যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি এবং
৩। স্টোরেজ ডিভাইস (Storage Device) যেমন: হার্ডডিস্ক, ফ্লপিডিস্ক, সিডি, ডিভিডি ইত্যাদি।
এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions