Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
CRT রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ প্রদর্শনের জন্য কত ধরনের ইলেকট্রন গান থাকে?

A ২ ধরনের

B ৩ ধরনের

C ৪ ধরনের

D ৫ ধরনের

Solution

Correct Answer: Option B

মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে। যথা:
১। সিআরটি মনিটর (CRT Monitor)
২। এলসিডি মনিটর  (LCD Monitor)
৩। এলইডি মনিটর (LED Monitor) এবং
৪। এমোলেড মনিটর (AMOLED Monitor)

- ক্যাথোড রে টিউবযুক্ত মনিটরকে সিআরটি মনিটর বলা হয়।এ ধরনের মনিটরের পিছন দিকের ইলেকট্রন গান থাকে নির্গত ইলেকট্রন ফসফরাসের উপর আঘাত আনতে থাকে।
- রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ প্রদর্শনের জন্য তিন ধরনের ইলেকট্রন গান থাকে। রঙ তিনটি হলো- লাল, নীল ও সবুজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions