ছবিকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে নেওয়া হয় কোনটির সাহায্যে?
A স্ক্যানার
B ওয়েব ক্যামেরা
C জয়স্টিক
D ওএমআর
Solution
Correct Answer: Option A
- স্ক্যানার হলো এক ধরনের হার্ডওয়্যার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস।
- স্ক্যানারের সাহায্যে যেকোনো ডাটা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যেতে পারে।
- কোনো ছবিকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে নেয়ার জন্য স্ক্যানার যন্ত্রটি ব্যবহৃত হয়।