সাধরণত দুটি বিট একই কিনা তা তুলনা করার জন্য কাজে কোন গেইট ব্যবহার করা হয়?
A XOR গেইট
B XNOR গেইট
C AND গেইট
D OR গেইট
Solution
Correct Answer: Option A
XOR গেইটে বিজোড় সংখ্যাক ইনপুট ১ হলে আউটপুট ১, অন্যসময় ০ হয়।
তাহলে দুইটি ইনপুট ০ অথবা দুইটি ইনপুট ১ হলেও আউটপুট ০ হবে XOR এ।