প্রথম চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে কোন অপারেটিং সিস্টেমটি পূর্ণাঙ্গরুপে বাজারে আসে?
A Windows 98
B Windows 95
C Windows XP
D Windows NT
Solution
Correct Answer: Option B
- ১৯৯৫ সালে মাইক্রোসফট Windows 95 পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে ছাড়ে।
- অপারেটিং সিস্টেম কে কম্পিউটারের আত্মা বলা হয় ইংরেজিতে soul of the computer system বলা হয়।