সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারের নতুন ওয়েব ঠিকানা কোনটি?
A www.twitter.net
B www.twitter.com
C www.twitter.us
D www.x.com
Solution
Correct Answer: Option B
- জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এখন 'এক্স' (X) নামে পরিচিত।
- ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনে নেওয়ার পর ২০২৩ সালে এর নাম এবং লোগো পরিবর্তন করেন।
- এই পরিবর্তনের অংশ হিসেবে এর ওয়েব ঠিকানাও `www.twitter.com` থেকে পরিবর্তন করে `www.x.com` করা হয়েছে।
- বর্তমানে `www.twitter.com` ঠিকানায় প্রবেশ করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে `www.x.com` ওয়েবসাইটে চলে যায়।