- চতুর্থ প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে NOMAD, INTELLECT, FOCUS, CLOUT, RAPORT,
SQLIDS ইত্যাদি।
• চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য সমূহ :
১। উন্নত চিপের ব্যবহার ও ক্ষুদ্রাকৃতির কম্পিউটার।
২। বিশাল পরিমাণ মেমরি বা স্মৃতি ও অত্যন্ত গতি।
৩। টেলিযোগাযোগ লাইন ব্যবহার করে ডাটা আদান প্রদান।
৪। দামের দিক দিয়ে সবচেয়ে সস্তা।
৫। সাইজে বেশ ছোট।
৬। কম বিদ্যুৎ প্রয়োজন হতো।
৭। খুব দ্রুত গতিসম্পন্ন।