Stack থেকে তাৎক্ষণিক যুক্ত ডেটা বা উপাদান সরিয়ে নেয়াকে কি বলে?
Solution
Correct Answer: Option B
স্ট্যাকে যখনই নতুন কোনো ডেটা দেওয়া হবে, সেটি স্ট্যাকে সবার উপরে গিয়ে জমা হবে। আবার, স্ট্যাকে প্রসেসিংও চলবে সবচেয়ে উপরের ডেটা দিয়ে। অর্থাৎ স্ট্যাকে সবার শেষে যেটা আসছে তার কাজ হচ্ছে সবার আগে। একে বলা হয় Last In First Out (LIFO)।
কোনো একটি ডেটা গঠনে 'Push' ও 'Pop' শব্দ দুটি সাধারণত Stacks -এর জন্য ব্যবহৃত হয় । 'Push' হলো একটি Stack -এ নতুন কোনো উপাদান যুক্ত করা এবং 'Pop' হলো 'Stack' থেকে তাৎক্ষণিক যুক্ত ডেটা বা উপাদান সরিয়ে নেয়া । Stack -এর বিকল্প নাম হিসেবে LIFO (Last In First Out) ব্যবহৃত হয় ।