Solution
Correct Answer: Option C
- অপটিক্যাল মাউস আলোর প্রতিফলন (Reflection) নীতি ব্যবহার করে কাজ করে।
- এই মাউসের নিচে একটি আলোক উৎস হিসেবে এলইডি (LED) বা লেজার লাইট থাকে।
- এই লাইট বা আলো মাউসের নিচের পৃষ্ঠ বা সারফেসের উপর পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে একটি সেন্সরে ধরা পড়ে।
- মাউসটিকে যখন কোনো তলের উপর নাড়াচাড়া করা হয়, তখন সেন্সরটি প্রতিফলিত আলোর ইমেজ বা ছবি তোলে এবং এই ছবির পরিবর্তন বিশ্লেষণ করে মাউসের গতিবিধি নির্ণয় করে।