বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়-
Solution
Correct Answer: Option A
কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলা হয়।
- মেমোরির ধারণক্ষমতার একক হলো বিট (Bit)। বাইনারি গণনা পদ্ধতির ০ এবং ১ এই দুইটি মৌলিক অঙ্ককে বলা হয় বিট।
- আট (৮) বিট নিয়ে গঠিত শব্দকে বলা হয় বাইট।
- বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন নির্দিষ্ট করার জন্য বাইট ব্যবহার করা হয়।
- কম্পিউটার মেমোরির ধারণক্ষমতা নির্ণয়ের এককগুলো হলো- কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট।
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর