প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে এ্যারাবয়ানরা ভারতীয়দের কাছ থেকে কোন পদ্ধতি আয়ত্ত করেন?
A বাইনারি সংখ্যা পদ্ধতি
B অক্টাল সংখ্যা পদ্ধতি
C পজিশনাল সংখ্যা পদ্ধতি
D নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
Solution
Correct Answer: Option C
-প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে এ্যারাবয়ানরা ভারতীয়দের কাছ থেকে পজিশনাল সংখ্যা পদ্ধতি আয়ত্ত করেন।
-যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর পজিশন বা অবস্থানের ওপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি (Positional number system) বলে।